নিজস্ব প্রতিনিধি (বরিশাল) : সম্প্রতি মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে “হিউম্যানিটারিয়ান প্যাসেজ” বা “মানবিক করিডোর” ইস্যু নিয়ে দেশে ব্যাপক আলোচনা, সমালোচনা ও বিতর্ক হচ্ছে।

এ বিষয়টি নিয়ে ছারছীনার পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন।

গতকাল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন নয়াহাট হাই স্কুল মাঠ প্রঙ্গনে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে তিনি দেশের এ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন- আমাদের এ দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করবো এটা আমাদের অধিকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জাতিসংঘ সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট একটি “মানবিক করিডোর” প্রদানের আহ্বান জানিয়েছেন। জানা যায় এই আবেদনের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শর্তসাপেক্ষে একটি “মানবিক করিডোর” প্রদানে সম্মত হয়েছেন। এর ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকীর মুখে পড়বে, যা থেকে উত্তরণ হওয়া কঠিন থেকে কঠিনতর হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে বিঘিœত হবে এবং অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন- এদেশে এই “মানবিক করিডোর” চালু হলে দিন দিন সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাবে। এছাড়াও মানব পাচার, নতুন করে রোহিঙ্গা শরণার্থী বৃদ্ধি সহ নানাবিধ নিত্য নতুন সমস্যার সৃষ্টি হতে পারে।
পরিশেষে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বিদেশীদের এ পাতানো ফাঁদে পা না দিয়ে এবং অদূর ভবিষ্যতেও যেন এদেশে কোন অবস্থাতেই বিদেশী এজেন্ডা বাস্তবায়ন না হয় সেদিকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এর কোন ব্যতয় হলে দেশের সাধারণ জনগণ একসাথে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ।