কুমিল্লার দেবিদ্বারে সম্পত্তি দখলের চেষ্ঠায় অসহায় দম্পতির উপর দফায় দফায় হামলা মামলা ও হয়রানির অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা)  : কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর পশ্চিম পাড়ায় প্রতিবেশিদের একের পর এক হামলা,মামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোনঠাসা হয়ে পরেছে মামুন আসমা দম্পতি। বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছে আদালত ও থানায়।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ঐ এলাকার মৃত বাবর আলীর ছেলে মামুন সরকার ও তার ভাই কবির হোসেনের সাথে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। তারই প্রেক্ষিত বেশ কিছু দিন আগে হামলা মামলার মতো ঘটনা ঘটে৷ পূর্ব ঘটনার জের ধরে গত ২ই মে(২৫) বিকাল ৫ টার সময় ব্রাদাস সিএনজি পাম্পের পিছনের খালি জায়গায় পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে স্বামী স্ত্রী দু-জনকে গুরুত্বর আহত করে৷ পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান৷


বিজ্ঞাপন

এ ঘটনায় জখমী আসমা আক্তারের পিতা নুরুল ইসলাম বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। লিখিত ঐ এজাহারে বলা হয়, জায়গা-সম্পত্তি সহ পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ আসমা ও তার স্বামীর সাথে শত্রুতা করে আসছে, দীর্ঘদিন যাবত বড় ধরনের ক্ষতি করার জন্য গভীর ষড়যন্ত্র ও সুযোগ খুজে আসছে৷ এই বিষয় নিয়া উভয় পক্ষের মধ্যে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এলাকায় একাধিক শালিশ-বৈঠক হয় কিন্তু কোনো সঠিক সমাধান হয়নি । এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আসমা ও স্বামী বসত বাড়ি থেকে দেবিদ্বার নিউ মার্কেটে যাওয়ার পথে ব্রাদ্রাস সিএনজি পাম্পের পিছনের খালি জায়গায় পৌছামাত্র পূর্ব হইতে উৎ পেতে থাকা থানার এজাহারে উল্লেখিত ব্যাক্তিরা তাদের পথরোধ করে চারিদিক হইতে ঘেরাও করিয়া ফেলে। এ সময় বিবাদীর হাতে থাকা ধারালো লোহার ছেনি দিয়ে হত্যার উদ্দেশ্যে মামুনের মাথা বরাবর কুপ দিলে আসমা আক্তার তার স্বামীকে বাঁচাতে ডান হাত দিয়া তা ফিরাইলে জখম হয়।


বিজ্ঞাপন

এ বিষয়ে ভোক্তভোগী আসমা আক্তার সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন যাবত বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করার জন্য মোসলেম গং পায়তারা চালিয়ে যাচ্ছে। নানা কৌশল অবলম্বন করে আমাদেরকে হত্যা করতে বিভিন্নভাবে একাধিকবার হামলা চালিয়েছে। আমাদেরকে উচ্ছেদ অথবা হত্যা দুটোর মধ্যে যেকোনো একটি করাই তাদের লক্ষ্য। আমি আমার স্বামী সংসার নিয়ে বাচঁতে চাই ভাই৷ আমার ঘরের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে৷

আসমা আক্তারের স্বামী মামুন সরকার বলেন,জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত ১ যুগ ধরে মোসলেম গং কবিরের সাথে আমার বিরোধ চলছে৷ কিছুদিন আগেও মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে যেকোনো মূল্যে আমাকে উচ্ছেদ করে দিবে। আমাকে যদি উচ্ছেদ করে দেয় তাদের আমি আমার শিশু সন্তানদের নিয়ে কোথায় দাড়াবোঁ? আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

অন্যদিকে অভিযুক্ত মোসলেম মিয়ার সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

দেবিদ্বার থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ আরিফ জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মাঝে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *