সুমন হোসেন, (যশোর) : য়শোরের অভয়নগরে ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের এক দশক পূর্ণ হওয়াই বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ মে, সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী প্রধান অতিথি থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্ভোদন ঘোষণা করেন। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলতে থাকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারন মানুষের শারিরীক স্বাস্থ্য পরিক্ষার কাজ। এ সময় প্রায় দুই শতাধিক রোগীকে নানা ভাবে সেবা প্রদান করা হয়। সাথে সাথে প্রয়োজনীয় প্রায় ১৪টি ভিন্ন রকমের ঔষধ সরবরাহ করা হয় আগত রোগীদের মাঝে।

ফ্রি সুচিকিৎসা, পরামর্শ ও বিনামূল্যে দন্ত চিকিৎসা ও পরামর্শ এবং দাঁতের বিভিন্ন সমস্যা ও সঠিক যত্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। বিনামূল্যে গাইনোকলোজিক্যাল পরামর্শ, মহিলাদের জন্য বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরিক্ষা করে পরামর্শ, স্বল্প পরিসরে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ সহ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয়, বিনামূল্যে ব্লাড প্রেসার (বিপি) পরীক্ষা, উচ্চ ও নিম্ন রক্তচাপ পরিমাপ, বিনামূল্যে ওজন ও উচ্চতা পরিমাপ, উচ্চতা অনুযায়ী সঠিক ওজন নির্ধারণ এবং পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া হয়ে থাকে।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীমুর রাজীব। তিনি একজন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) বিষয়ের ভালো চিকিৎসক হিসাবে সুনাম অর্জন করেছেন।

এছাড়াও তার সাথে ছিলেন, ডা. ফারহানা মিতু। তিনি এমবিবিএস, পিজিটি (গাইনী ও অবস), সিসিডি (বারডেম), ডিএমইউ ট্রেইন্ড ইন টিভিএস, কালার ডপলার, অ্যানোমালি স্ক্যান। ডা: কাজী নওফেল হায়দার এম বি বি এস,(ইউ এস টি সি) পি জি টি (ঢাকা মেডিকেল কলেজ) ঢাকা।
ডা. মো: নিয়ামত মুন্সী এম বি বি এস (ঢাকা) স্যার সলিমুল্লাহ মেডিকেলে কলেজ & মিটফোর্ড হাসপাতাল। ডা. রাকিবুল ইসলাম ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস), রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ওরাল ও ডেন্টাল সার্জন।
ডেন্টিষ্ট মনোয়ার মোর্শেদ নয়ন ডিএমটি (ডেন্টাল)। মেসবাহ-উর রহমান মেডিকেল টেকনোলজি কলেজ। এফ টি যশোর সদর হসপিটাল। উক্ত ক্যাম্প চলাকালীন সকলের জন্য স্বাস্থ্য সেবা উন্মুক্ত রাখা হয়।
অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বপ্ন দ্রষ্টা ইমতিয়াজ ইয়াদ বলেন, ‘প্রায় ২০০ রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা, পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে।
দাঁত, গাইনোকলোজিক্যাল, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, উচ্চতা অনুযায়ী সঠিক ওজন নির্ধারণ এবং পুষ্টি বিষয়ক পরামর্শসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে।
এছাড়া রোগীদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেওয়া হয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে আগামীতে। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য বৃন্দ।