বেনাপোলে কলম বিরতি চলছে  : রাজস্ব কাঠামো সংস্কারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বেনাপোল)  : বেনাপোল কাস্টমস হাউজে চলমান কলম বিরতির মধ্য দিয়ে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। তাদের প্রধান দাবি হলো—জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে একটি নতুন ও টেকসই রাজস্ব কাঠামো গঠন করা।


বিজ্ঞাপন

আন্দোলনকারীরা দাবি করছেন, বর্তমান এনবিআর কাঠামো দীর্ঘদিন ধরে দুর্বল ব্যবস্থাপনার কারণে রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। ফলে একটি যুগোপযোগী ও কার্যকর ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে কার্যকর হতে পারে।


বিজ্ঞাপন

এই কলম বিরতির কারণে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *