মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়ছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, আজ রবিবার ১৮ মে সকালে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রাম থেকে পাঁচ কেজি গাঁজা সহ নজরুল মোল্লা (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নজরুল মোল্লা পাঁচ কেজি গাঁজাসহ ব্যবসায়িক উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছিল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ফুকরা এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী নজরুল মোল্লাকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। সদর থানা পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।