জাতীয় আইনজীবী ফেডারেশনের মতবিনিময়ে সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  : আজ রবিবার  বিকাল পাঁচটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে জাতীয় আইনজীবী ফেডারেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পার্টি মহাসচিব অ্যাডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

সভায় সমসাময়িক রাজনীতি, সরকারের চলমান সংস্কার কর্মসূচি, আসন্ন জাতীয় নির্বাচন, আইনজীবী ফেডারেশন কে শক্তিশালী করন ও জাতীয় পার্টির আসন্ন কাউন্সিল সফল করা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।


বিজ্ঞাপন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান এম এ সোবাহান, আক্তার হোসেন দেওয়ান, হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মোহাম্মদ দ্বীন ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, সোহেল রহমান, আজহারুল ইসলাম সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, শেখ মোঃ আবু ওয়াহাব, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক আইনজীবী ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *