নিজস্ব প্রতিনিধি (শাার্শা) : যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সরবাংহুদা কুদলার হাটে ২২মে বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাহাদুরপুর ইউনিয়নের আমির মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

তিনি বলেন,সমাজকে দুর্নীতি মুক্ত করতে না পারলে আমরা গোলামের জাতিতে পরিণত হবো। ভারতের কাছে দুর্বল হলে এ জাতি সোনা কালোবাজারির বাহক হয়ে যাবে। মাদকের সয়লাবে আমাদের প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট থানা শাখার সেক্রেটারি,মাওলানা ইউসুফ আলী, মাওলানা ইয়াকুব আলী,অধ্যক্ষ ইলিয়াস ,অধ্যক্ষ মাওঃ আব্দুল ওহেদ দুদু, যুব নেতা সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।