বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি (টাঙ্গাইল)  : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার সন্ধ্যায় জেলা সদরে জাঁকজমকপূর্ণ পরিবেশে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে ।


বিজ্ঞাপন

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার রাসেল মিয়া।


বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম (রিপন)।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান সহযোগী অধ্যাপক (কিডনি বিভাগ) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল।


বিজ্ঞাপন

গ্রাম ডাক্তার আবু সাইদ সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) আলোচক ছিলেন গ্রাম ডাক্তার সাংবাদিক আমিনুল ইসলাম (বুলবুল) প্রচার সম্পাদক (কেন্দ্রীয় কমিটি)।

অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম ডাক্তার আশরাফ সিদ্দিকী সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা।উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার মেহেদী আব্দুল্লাহ সহ-সভাপতি টাঙ্গাইল জেলা।

গ্রাম ডাক্তার আব্দুল হালিম সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলা। আরও উপস্থিত ছিলেন টাংগাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকশত গ্রাম ডাক্তারবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , গ্রাম ডাক্তারগণ যেন তাদের সীমাবদ্ধতা থেকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। দেশের মহামারি ও দুর্যোগ মুহূর্তে যেন নিরলসভাবে সরকারের সহায়ক হিসেবে কাজ করে যান।

টাঙ্গাইল জেলার প্রতিটি গ্রাম ডাক্তারগণকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলার প্রতিটি থানা ও ইউনিয়ন কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্দেশ দেন।উপস্থিত সবাই কেন্দ্রীয় কমিটির সভাপতির বক্তব্যে একমত প্রকাশ করেন।

সর্বশেষ প্রধান অতিথি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন। দেশের সকল গ্রাম ডাক্তার ভাই ও বোনদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম ও মানুষের পাশে থেকে সেবা দেওয়ার জন্য আহবান জানিয়ে
বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের শেষে সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশেষ অতিথি ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক,প্রচার সম্পাদক সহ সকলকে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *