সুনামগঞ্জ তাহিরপুরের  আ,লীগ নেতার ছেলে ইয়াবার চালান সহ গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) :  ইয়াবার চালান সহ আল ফয়সাল নামে এক আওয়ামী লীগ নেতার ছেলে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শুক্রবার দুপুরে আল ফয়সালকে গ্রেফতার ও তার অপর এক সহযোগি মাদক কারবারিকে পলাতক দেখিয়ে পুলিশ বাদী হয়ে সুনামগঞ্জর তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে।


বিজ্ঞাপন

আল ফয়সাল সুনামগঞ্জ তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের নাগরপুর (টেন্ডারপাড়া) গ্রামের প্রয়াত সুজাত মিয়ার ছেলে।


বিজ্ঞাপন

পুলিশী জিজ্ঞাসাবাদে আল ফয়সাল উপজেলার বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক (প্রয়াত) সুজাত মিয়ার ছেলে হিসাবে নিজের পরিচয় নিশ্চিত করে।


বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (মামলার বাদী) এসআই হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র সুত্র জানায় , উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণের সড়কের উপর ইয়াবা ক্রয় বিক্রয় কালে টহলরত পুলিশ সদস্যদের নিয়ে এসআই হাফিজুল ইসলাম আল ফয়সাল ও তার সহযোগি কুনাটছড়া গ্রামের মিন্নত আলীর ছেলে রহমত আলীর দেহ তল্লাশী করে দুটি পৃথক প্যাকেটে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন শুক্রবার ভোররাতে।

ওই সময় আল ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হলেও পুলিশী বেষ্টনী থেকে কৌশলে রহমত পালিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *