কামাল উদ্দিন জয়, (কক্সবাজার) : দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। সাধারণত ছুটির দিনে হাজারও পর্যটকের পদচারণায় মুখর থাকে এই বিশাল বালুকাবেলা।

কিন্তু এবার চিত্রটা ভিন্ন। ছুটির দিনেও সৈকতে নেই সেই পরিচিত মুখরতা, নেই ভিড়ভাট্টা কিংবা আনন্দমুখর পরিবেশ।

বিকেল পর্যন্ত সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ঘুরে দেখা যায়, হাতেগোনা কিছু পর্যটক ছাড়া প্রায় ফাঁকা সৈকত। সৈকতের ব্যবসায়ীরাও রয়েছেন হতাশ।

অনেকেই বলছেন, গত কয়েক মাস ধরে পর্যটক কম আসছে। এতে হোটেল-মোটেল ও দোকানপাটে মন্দাভাব বিরাজ করছে। কেউ কেউ আবার নিরাপত্তা এবং পরিবহন সমস্যা দায়ী করছেন।

এদিকে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারে পর্যটকদের ফিরিয়ে আনতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রচারণা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।