দুর্গাপুরের আব্দুল সাত্তার বাঁচতে চায়, পাশে দাঁড়াতে মানবিক আহবান

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ মানবিক খবর সারাদেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :   ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই কথাটি যেনো মিথ্যে হতে চলেছে আব্দুল সাত্তারের জীবনে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না নেত্রকোনার দুর্গাপুরের পৌরসভার খুজিউড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার (৬৫)। তিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন। প্রায় ১ বছর ধরে এক্সফোলিয়েটিভ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মানবেতার জীবন পার করছেন।


বিজ্ঞাপন

প্রতিবেশী ও স্থানীয়দের সাহায্য নিয়ে এতোদিন চলছিলো চিকিৎসা। তিনি এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসা না করাতে পারায় দিন দিন আব্দুল সাত্তারের ত্বক থেকে অতিরিক্ত পরিমাণে চামড়া ওঠে খসখসে হয়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়েছে। এর ফলে তিনি অন্যের সাহায্যে ছাড়া কোন প্রকার হাঁটাচলা করতে পারেননা।


বিজ্ঞাপন

আব্দুল সাত্তারের স্ত্রী পারুল বেগম জানান, আমার তিন ছেলে ও তিন মেয়ে। তিন মেয়েকে বিয়ে দিয়েছি ছেলেরাও বিয়ে করে তাদের সংসার নিয়ে ব্যস্ত, আমার স্বামীকে দেখার কেউ নেই। আমার দুটো ছাগল ছিল এটি বিক্রি করে স্বামীর চিকিৎসা করিয়েছিলাম। বর্তমানে আমার সামর্থ্য নেই স্বামীকে চিকিৎসা করানোর। স্বামীকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।


বিজ্ঞাপন

এলাকাবাসীরা জানান, আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে আসছি। আব্দুল সাত্তারের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আমরা এলাকাবাসীদের পক্ষে এতো টাকা জোগাড় করে চিকিৎসা করানো সম্ভব নয়। আমাদের এলাকাবাসীদের দাবি সরকার ও সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে আব্দুল সাত্তারের শেষ জীবনটা হয়তো ভালো চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে পারতো।


বিজ্ঞাপন

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার বলেন, আব্দুল সাত্তার এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস রোগে আক্রান্ত। ময়মনসিংহ বা ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসা করালে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এর জন্য বেশ কিছু টাকার প্রয়োজন।

আপনাদের একটু সহায়তা আব্দুল সাত্তারের জীবন বাঁচতে পারে, আসুন আমাদের নিজ নিজ অবস্থান থেকে আব্দুল সাত্তারের পাশে দাঁড়াই। তাঁর পরিবারের সাথে যোগাযোগের মুঠোফোন নাম্বার ০১৭৬০১৭০৭৪৪।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *