কুমিল্লা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অরন্য সরকার প্রিন্স এর হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সনজিত কুমার সিংহ সহ অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : আজ রবিবার ১০ আগস্ট, বিকেলবেলা কুমিল্লা পিটিআই সম্মেলন কক্ষে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, কুমিল্লার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমিল্লা পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সনজিত কুমার সিংহ এর সভাপতিত্বে কুমিল্লা পিটিআইয়ের ইন্সট্রাক্টর (কৃষি) মীর আনিসুজ্জামান ইমন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।

এছাড়াও বক্তব্য রাখেন পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট রওশন আরা চৌধুরী, পিটিআইয়ের ইন্সট্রাক্টর (কম্পিউটার সাইন্স) ও উপদেষ্টা ক্রীড়া পরিষদের উপদেষ্টা শাহিন সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা পিটিআইয়ের ইন্সট্রাক্টর (সাধারন) সাইফুল ইসলাম তালুকদার, কুমিল্লা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আদনিন মৌরিন, ক্রীড়া পরিষদ সম্পাদক আবুল হাসনাত, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

ও-ই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল ও পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সনজিত কুমার সিংহ প্রমুখ।