রাজধানীর বনানীতে ভোর রাতে সিসাবারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর বনানীতে কথাকাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি হাজারি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন

নানীর ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে এই হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

নিহত রাব্বি হাজারি মহাখালী হাজাড়িবাড়ীর বাসিন্দা রবু হাজারির বড় ছেলে। সিসি ক্যামেরার ফুটেজে তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনায় হামলা করতে দেখা যায়।


বিজ্ঞাপন

পুলিশ জানায়, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন।


বিজ্ঞাপন

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন, মুন্নাসহ আরও একজন যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বাদ আছর এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাখালী কেন্দ্রীয় মসজিদে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বনানী থানার ওসি আরও বলেন, রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তরা রাব্বির পূর্ব পরিচিত।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মহাখালীর বাসিন্দারা ও রাব্বির পরিবার, আত্বীয়-স্বজন, বন্ধু বান্ধবরা। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিহত রাব্বির বন্ধু মহলের ফেসবুকে যেন নেমে এসেছে শোকের ছায়া। তারা কেউ মানতেই পারছেন না রাব্বি আর নেই। ফেসবুকে রাব্বিকে নিয়ে আবেগঘন পোস্ট করছেন, শেয়ার করছেন পুরোনো স্মৃতি।

এদিকে ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে রাব্বির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *