নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের (বিআরজেএ) উদ্যোগে শুক্রবার, ১৫ আগস্ট, বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম মনির হোসেন।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বিআরজেএ-এর চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়া আধিপত্যবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে দীর্ঘ কারাবরণ করেছেন। আমরা আশা করি, গোটা জাতি দেশনেত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে তার লক্ষ্যস্থানে পৌঁছে দেবে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ১৯৭৫ এর ১৫ আগষ্ট, ৭নভেম্বর এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতা রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করুছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ পুনঃগঠন করবো ইনশাল্লাহ।

”তিনি বলেন এই প্রেসক্লাব, সহ গণমাধ্যমকে জাতির দিকনির্দেশনা হিসাবে গড়ে তুলতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান, আধিপবাদ,আর সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত মোকাবেলায় জুডিশিয়াল বিচারের স্বীকার হয়ে কারা বরণ করেন। আজও গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত হয় নাই।
আসুন আমরা মহান আল্লাহ তালার দরবারে ফ্যাসিবাদ, আধিপবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলায় আপোষহীন নেত্রী সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, বেলাল উদ্দিন আহমেদ, রাসেল আহমেদ, মোঃ মতিউর রহমান সরদার, এম এইচ প্রিন্সসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।