সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Uncategorized আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বক্তব্য রাখছেন।

 

 

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  আজ শনিবার  ১৬ আগস্ট,  বিকাল ৪ টা ৩০ মিনিটের সময়  সিলেট সার্কিট হাউজে সিলেট ও সুনামগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এক মতবিনিময় সভা করেন।


বিজ্ঞাপন

মূলত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত  প্রধান বিচারপতি’র  রোডম্যাপ স্কিমকে অংশীজনদের মধ্যে ছড়িয়ে দেওয়াসহ জনমুখী বিচার বিভাগ তৈরির মাধ্যমে বিচার কাজকে কিভাবে জনগণের কাছে পৌছে দেয়া যায় সে সকল বিষয় আলোচনার জন্য এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা হতে বিগত ১৩.০৮.২০২৫ খ্রি. তারিখে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়।


বিজ্ঞাপন

আরো উল্লেখ থাকে যে, সিলেটের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন সংক্রান্ত রোড শো কার্যক্রম এর দ্বিতীয় পর্ব শুরু হলো।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *