নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে গতকাল ১৫ আগস্ট, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ড (বেনাপোল) জিএম গোডাউন এলাকার আব্দুর রহিমের মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছেন একদল ব্যক্তি। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে মুকুলকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় পুলিশের একটি বিশেষ টিম।

গ্রেফতারকৃত মুকুলের বিরুদ্ধে নামাজগ্রাম গ্রামের বিএনপি নেতা আবেদুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আজ শনিবার ১৬ আগস্ট, আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এনামুল হক মুকুল যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ আফিল উদ্দীনের ঘনিষ্ঠ অনুসারী। তিনি শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই।
গ্রেফতারকৃত মুকুল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।