নিজস্ব প্রতিনিধি (রংপুর) : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা কুড়িগ্রাম আদালতে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের এবং কুড়িগ্রাম জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিস এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি যথাক্রমে, মোঃ বেলাল হোসেন (২৮), মেসার্স বেলাল রোবো ফ্যাক্টরী, টাপুরচর, বুড়িরহাট, হলোখানা, সদর, কুড়িগ্রাম; পণ্য- ফার্মেন্টেড মিল্ক, মামলা নং- সিআর-৭৪৮/২৫ কুড়িগ্রাম, মোঃ আলমগীর গাজী (৩৬), মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস, ধানের চাতাল, সিএন্ডবি ঘাট, সদর, কুড়িগ্রাম; পণ্য- আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও চিপস, মামলা নং- সিআর-৭৪৯/২৫ কুড়ি:

একইসাথে আজ সোমবার ১৮ আগস্ট কুড়িগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিস এর সমন্বয়ে কুড়িগ্রাম সদরে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স মুকুল বেকারী, খলিলগঞ্জ, সদর, কুড়িগ্রাম প্রতিষ্ঠানকে বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয়-বিতরণ করায় ” ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।