আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়িতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনতোষ চাকমার সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাফেজ উদ্দিন, ডা. তাপস সাহা ও ডা. রাজেশ দেব।
এ সময় স্বাস্থ্য ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারী, এফডব্লিউবি, এফডব্লিউএ, এফবিআই, সিএসসিপি ও কমিউনিটি স্বাস্থ্য সহকারীগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৮ দিনব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হবে। এর মধ্যে প্রথম ১০ দিন বিদ্যালয় পর্যায়ে শিশুদের টিকা প্রদান করা হবে এবং বাকি ৮ দিন পাড়া-মহল্লা ভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলোতে টিকা দেওয়া হবে।
