আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-চট্রগ্রাম রেলপথের পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে দেবগ্রাম এলাকায় রেললাইনের পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতপরিচয় ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম নিহতের মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর আনুমানিকগহ হ বয়স ৫০ বছর।
