নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোরের শার্শার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক’এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগআঁচড়া বাগুড়ী আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় ফলজ বৃক্ষ রোপণ, কেক কাটা ও দোয়া শেষে কোরানের হাফেজদের সাথে মধ্যাহ্ন ভোজ এর আয়োজন করা হয়।
জানাগেছে,২০২০ সাল যখন করোনা মানুষের স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তোলে,যে সময় এক ব্যাগ রক্ত ম্যানেজ করতে রোগীর আত্মীয়রা যখন হিমশিম খেতো,তখন সৃষ্টিকর্তার দান হিসেবে শার্শার বাগআঁচড়ার সাধারণ ছাত্রদের সমন্বয়ে গড়ে ওঠে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক নামক একটি অরাজনৈতিক সংগঠন।

এসময় হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ বাবু হোসেন কে সর্বোচ্চ রক্তদাতা সংগ্রাহোক,বর্ষসেরা স্বেচ্ছাসেবক হিসেবে মেহেদি আলী এবং আবিদ হাসান রাফি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে পাশাপাশি সিনিয়র নেতৃবৃন্দকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়,যথাক্রমে সাগর বিশ্বাস, ইব্রাহিম খলিল, শাহারীয়াজ্জামান অয়ন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল।

এসময় উপস্থিত ছিলেন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ বাবু হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি, সহ-সভাপতি সাগর বিশ্বাস, সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী, সাংগঠনিক সম্পাদক আল শাহারীয়ার অর্পণ, কোষাধ্যক্ষ শাহারীয়া অয়নসহ, নাসিম, রাতিন, আসানুর,আল-আমিন প্রমূখ।