নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাবেক এমডি তাকসিম এ খান এর ঘনিষ্ঠ সহোচর উপ সচিব(প্রশাসন-১)নুরুজ্জামান মিয়াজী এখনো দাপটের সাথে বহাল তবিয়তে আছেন।

ওয়াসা সূত্রে জানা গেছে, দুর্নীতির বরপুত্র খ্যাত ওয়াসার পলাতক এমডি তাকসিমের দুর্নীতির অন্যতম সহযোগী ও সুবিধাভোগী ছিলেন প্রশাসন বিভাগের উপ সচিব নুরুজ্জামান মিয়াজী। নিয়োগ,বদলী ও পদোন্নতি বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
অনিয়ম দুর্নীতির মাধ্যমে তিনি এখন প্লট, ফ্লাট, বাড়ি সহ অঢেল সম্পদের মালিক। যা তার জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। দুর্নীতি দমন কমিশন তদন্ত করলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করছেন।
আওয়ামী লীগের শাসনামলে তিনি নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা দাবি করতেন।

আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে ঘনিষ্ঠতা আছে এমন প্রচারণা চালিয়ে ওয়াসায় প্রভাব বিস্তার করতেন। ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিতেন। আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি ফেসবুকে পোস্ট করতেন। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিষোদগার করতেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য উস্কানি প্রদান করতেন।

অথচ ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভোল পাল্টে বিএনপির নেতাদের সাথে চলা শুরু করেছেন। ঢাকা ওয়াসার কথিত জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন এর স্বঘোষিত নেতা আজিজুল আলম খান ও মনির হোসেন পাটোয়ারী কে মোটা অংকের ডোনেশন দিয়ে তাদের ছত্রছায়ায় পূর্বের মত নিয়োগ বদলী পদোন্নতি বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।
অনিয়ম দুর্নীতির অভিযোগে নুরুজ্জামান মিয়াজী কে প্রশাসন বিভাগ থেকে সরিয়ে দেয়া হয়েছিল।
এখন আবার আজিজ মনির চক্রের সহায়তায় আবার প্রশাসন বিভাগে পোস্টিঙ নিয়েছেন। এজন্য আজিজ মনির চক্র কে বড় অংকের ডোনেশন দিয়েছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত এক অভিযোগে নুরুজ্জামান মিয়াজীর বিগত আওয়ামী লীগের শাসনামলে তাকসিম এ খানের ছত্রছায়ায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ নানা তথ্য উঠে এসেছে। যার বিস্তারিত প্রতিবেদন থাকবে পরবর্তী পর্বে।