নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে দুই দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। ভক্ত আশেকানদের অংশগ্রহণে এ ওরসকে কেন্দ্র করে মাজার কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ওরসের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পবিত্র কোরআন খতম,মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিন শুক্রবার ভক্ত আশেকানদের অংশগ্রহণে হযরত শাহপরাণ (রহ.) রওজায় গিলাফ চড়ানো হবে। মধ্যরাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে বার্ষিক এ পবিত্র ওরসের সমাপ্তি হবে।
মাজারের কতৃপক্ষ জানান, দুই দিনব্যাপী ওরসকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ওরসকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাজারের পবিত্রতা রক্ষা, জিয়ারতের উপযোগী পরিবেশ সৃষ্টি ও অইসলামিক কার্যক্রম প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়।
এছাড়া পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, ’ওরস চলাকালীন সময়ে মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মাজার এলাকা ও আশপাশে কোনোভাবেই নাচ-গান, অশ্লীলতা বা অনৈসলামিক কার্যকলাপ গ্রহনযোগ্য হবে না। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো ওরস স্থল এবং মাজার এলাকা মনিটরিং করা হবে।’
তিনি আরও বলেন, ’প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত তদারকি কমিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।’