আখাউড়ায় স্কাফ সিরাপসহ নারী কারবারি গ্রেফতার  

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে আমেনা বেগম নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া ওই নারী কারবারি হলো  উপজেলার উত্তর ইউনিয়নের করোয়াতলী গ্রামের মো: সুমন মিয়া স্ত্রী। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়। এরআগে সোমবার বিকালে ওই গ্রামে অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকালে করোয়াতলী গ্রামে অভিযান চালানো হয়। এসময় পলাতক আসামী কল্পনা বেগমের ঘরে থাকা একটি স্টিলের আলমারির ড্রয়ারের ভিতর থেকে ২৫ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৪০০০ উদ্ধারসহ আমেনা বেগমকে  হাতে নাতে  গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন মাদক বিরোধী অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ এক নারী করবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।j যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *