শরণখোলা প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করায় ফুঁসে উঠেছে বাগেরহাটের জনগণ।

বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাগেরহাট সর্বদলীয় সংগ্রাম কমিটি। কর্মসূচির অংশ হিসেবে সেপ্টেম্বর ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বাগেরহাট সর্বদলীয় সংগ্রাম কমিটি।
একযোগে বাগেরহাটের ৯টি উপজেলায় পালিত হবে ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতাল। বন্ধ থাকবে দূরপাল্লার যানবহন,লোকান পরিবহন, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি অফিস।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, বাগেরহাট-০৪ আসন পুনর্বহালের দাবিতে আজ সেপ্টেম্বর হরতাল পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যানবাহন দোকানপাটসহ সব কিছু বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

বাগেরহাট সর্বদলীয় সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বলেন, ‘নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে।বাগেরহাট একটি গুরুত্বপূর্ণ জেলা, এখানকার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন।
একটি আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, চাকরি ও বিভিন্ন সরকারি সেবায় বাগেরহাটবাসী বঞ্চিত হবে।’