প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

বুধবার, ১০ সেপ্টেম্বর, গ্রেপ্তারকৃত আমিনুল আদালতে ঘটনার বিস্তারিত বিবরণসহ জড়িত অন্যান্য ডাকাতদের নাম-ঠিকানা প্রকাশ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
প্রকাশ,গত ২৫ আগস্ট রাত ১টা ৪০ মিনিটে দক্ষিণ মোহাম্মদপুরের কল্যান্দী এলাকায় ডাকাতির ঘটনায় মামলার সূত্র ধরে নোয়াখালী জেলা পুলিশের চৌকস টিম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থেকে দুর্ধর্ষ ডাকাত মোঃ আমিনুল ইসলাম (২৫)-কে গ্রেপ্তার করে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্ আল ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।