বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিস ও মিঠাপুকুর উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট  :  ৭২,০০০ টাকা জরিমানা সহ ২ টি মামলা দায়ের 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর) : গতকাল মঙ্গলবার  ৯ সেপ্টেম্বর, রংপুর মিঠাপুকুর  উপজেলা প্রশাসন  এবং  বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিস এর সমন্বয়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে, মেসার্স ভাবনা ফিলিং স্টেশন, শঠীবাড়ি, মিঠাপুকুর, রংপুর প্রতিষ্ঠানকে প্রতি ১০ লিটার অকটেন-এ ১ লিটার কম প্রদান করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী ৭০,০০০ (সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মায়া বেকারি এন্ড কনফেকশনারি, শঠীবাড়ি, মিঠাপুকুর, রংপুর -কে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য রাখার “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী ২০০০  (দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্টটি  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুলতামিস বিল্লাহ ,সহকারী কমিশনার (ভূমি),মিঠাপুকুর,রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়।


বিজ্ঞাপন

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।

সাথে আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা  মো: জুলকারনা-ইন, ফিল্ড অফিসার (সিএম) ও জনবা তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থে বিএসটিআই, রংপুর’র এ ধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *