রিয়াজুল ইসলাম বাচ্চু,(ঝালকাঠি) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা জনগণকে অবহিতকরণ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর ) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
