শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ- আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন- ভিসি ড. এবিএম ওবায়দুল ইসলাম

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট)  : উপকূলীয় অঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়নে বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শরণখোলা আঞ্চলিক উপ-কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম।


বিজ্ঞাপন

আজ শনিবার ২০ সেপ্টেম্বর, সকল সাড়ে ১১ টায় রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কেন্দ্রে উদ্বোধন করেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রো- ভিসি (শিক্ষা) অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন এর সভাপতিত্বে ও রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দিন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগেরহাট পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, রওশনারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল, মঠবাড়িয়া কেএম লতিফ ইন্সটিটিউটের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা জামান খান, বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষানুরাগী খান মতিয়ার রহমান,  শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়া, রায়েন্দা রাজৈর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল আনোয়ারী, প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, খাদা গগন মেমোরিয়াল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল হক, জামাতের নায়েবে আমির মাওলানা ফজলুল হক, শাসনতন্ত্র আন্দোলনের সেক্রেটারি মুসা সাইফি, ঞ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর আবুল হাসানাত মোহা: শামীম। প্রধান অতিথি তার  বক্তব্যে বলেন, উপকূলীয় অঞ্চল বাগেরহাট ও পিরোজপুর জেলার ছয়টি উপজেলা নিয়ে উপ-আঞ্চলিক কেন্দ্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সকল বিষয়ের কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে। যা উপকূলীয় মানুষের শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসিকে উপকূলীয় অঞ্চলে উপ- আঞ্চলিক কেন্দ্র করায় ধন্যবাদ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *