মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে পুড়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ঝর্ণা বেগম (৩৫)। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা জানালার কাঁচ ভেঙে ভেতরে উঁকি দেন। এ সময় মেঝেতে ঝর্ণা বেগমের দগ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল ও একটি গ্যাস লাইট উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঝর্ণার স্বামী সিদ্দিকুর রহমান তালুকদার। বড় ছেলে সাকিব তালুকদার (১৮) পড়াশোনার পাশাপাশি ড্রাইভিং শিখছেন। ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) আগৈলঝাড়ার একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ছে। ছেলে সাকিব জানান, “বাবা আমাদের পাসপোর্ট নিয়ে গেছেন। খুব শিগগিরই আমেরিকায় যাওয়ার কথা ছিল। মা কেন এমন করলেন, বুঝতে পারছি না।”

প্রতিবেশীরা জানান, ঝর্ণা বেগম ছিলেন পর্দানশীল ও সমাজসেবামূলক কাজে আগ্রহী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমান থেকে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।