শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে টহল অভিযানে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সদস্যরা বেতমোর নদীর সাইট খালে এ অভিযান চালায়।

অভিযান পরিচালনা কালে তাদের কাছ থেকে দুটি রিপকর্ড বিষের বোতল, প্রায় ৪০ কেজি চিংড়ি, একটি খালপাটা জাল ও নৌকা জব্দ করা হয়।
আটক জেলেরা হলো, খলিল, আল আমিন ও জাহিদ। তারা সবাই শরণখোলার রায়েন্দা গ্রামের বাসিন্দা।

শরণখোলা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রানা দেব জানান, বন আইন ভঙ্গের দায়ে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
