৬ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে কর্মবিরতি ঘোষণা  দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক  :   ৬ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে কর্মবিরতি ঘোষণা  দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা,  তাদের  ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কর্মবিরতি ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীদের সংগঠন “বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন”।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারক লিপি প্রদানের মাধ্যমে এ কর্মবিরতি ঘোষণা দেন।
প্রস্তাববিত দাবি বাস্তবায়ন না হওয়া পযর্ন্ত সারাদেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে আগামী ১লা অক্টোবর থেকে টিকাদানবন্ধসহ আসন্ন ১২ অক্টোবর টাইফয়েড টিকার ক‍্যাম্পেইনের কার্যক্রম ও অন‍্যান‍্য রিপোর্ট প্রদান অনিদিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা দেন।
স্মারকলিপিতে স্বাস্থ্য সহাকারী সংগঠন উল্লেখ করেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন‍্য প্রতিশোধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদান করা কাজটি সম্পন্ন টেকনিক্যালধর্মী হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত।
তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদাসহ সরকারের সকল কর্মচারী থেকে চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন ।
তারা উল্লেখ করেন, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দিয়েছিলেন কিন্তু তার কোন বাস্তবায়ন হয় নাই। এমতাবস্থায় ২০১৮ সালে আমরা কর্মসূচিতে গেলে তৎকালীন স্বাস্থ্য সচিব, মহাপরিচালক (স্বাস্থ্য) সহ অন্যান্য কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে যাই। কিন্তু এবারও দাবি বাস্তবায়ন করা হয় নাই।
অতঃপর আবারো ২০২০ সালে আমরা কর্মসূচিতে গেলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সবার রেজুলেশনের মাধ্যমে আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু তাও কোন বাস্তবায়ন করা হয় নাই।
সর্বশেষ চলতি বছর আবারও আমরা দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি পালন গেলে গত ২৫ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসূচি পালনকালে উর্ধতন কর্মকর্তাগণ ৩মাসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও দাবি বাস্তবায়নের কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয় নাই।
যার ফলে আবারো গত ২৬ জুলাই অধিদপ্তরের কর্মকর্তাদের ১ মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আসন্ন টিসিবি টিকাদান ক্যাম্পেইনকে সামনে রেখে জনস্বার্থে টিসিভি টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার সম্মতি জ্ঞাপন করি। কিন্তু অত্যন্ত দুঃখ বিষয় অদ্যবদি আমাদের দাবি বাস্তবায়নে কোন পদক্ষেপ নেই নাই।
অবশেষে নিরোপায় হয়ে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের এক মতবিনিময় ও আলোচনা সভায় ৬৪ জেলার শীর্ষ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কমপ্লিট শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
গৃহীত কর্মসূচির মধ্যে ২৮  সেস্টেম্বর মহাপরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর, বরাবর স্মারকলিপি প্রদান, ২৯ ও ৩০ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান এবং ১লা অক্টোবর থেকে ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জনসহ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির।
তারা আরও উল্লেখ করেন, আমরা শুধু আশার বাণীই শুনে যাচ্ছি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ‍্যতা (স্নাতক) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ কর্মবিরতি পালনে যাচ্ছি ।
আমাদের এ কর্মবিরতি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃক পক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে আমাদের দাবি ও কর্মসূচি বিষয়ে অবগত করেছি। কর্তৃক পক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে উল্লেখিত তারিখ থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে।
তারা আশা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যের শিকার দেশের ২০ হাজার এ স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *