গোপালগঞ্জের  মুকসুদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

সূর্যকান্ত জানকি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন চন্দ্র বালা।


বিজ্ঞাপন

 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচরের সূর্যকান্ত জানকি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন চন্দ্র বালার বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বাসুদেব মন্ডল জানান, ২০১৭ সালে অফিস সহকারী পদে নিয়োগের আশ্বাস দিয়ে প্রধান শিক্ষক তার কাছ থেকে প্রথমে ৫ লাখ এবং পরে কর্মচারী সুবোধ মন্ডলের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা নেন। কিন্তু চাকরি বা টাকা কোনোটিই ফেরত দেননি। টাকা ফেরত চাইলে হুমকিও দেন বলে অভিযোগ তার।


বিজ্ঞাপন

বাসুদেবের অভিযোগ, অর্থাভাবে তার মেয়ের সুচিকিৎসা না করায় মৃত্যুবরণ করতে হয়েছে। বর্তমানে তিনি কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছেন।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন হয়েছিল।

অভিযুক্ত প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘুষ নেননি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত জবাব দেবেন।

এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, ইউএনও তদন্ত কমিটি গঠন করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *