গোপালগঞ্জের  কোটালিপাড়ায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভিডাব্লিউবি চাল বিতরণ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভিডাব্লিউবি কার্ডধারীদের চাল বিতরণের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের চাউল বিতরণ করলেও কার্ডধারীদের নামে ব্যাংক হিসাব খোলা হয়নি এবং সঞ্চয় বাবদ নির্ধারিত অর্থও জমা রাখা হয়নি।


বিজ্ঞাপন

ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা লিপিকা ঘরামী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন শাহ দায়িত্ব নেওয়ার পর নিজের মতো করে চাল বিতরণ করেন। এ সময় কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা পাননি বলেও দাবি করেন তিনি।

আমতলী ইউনিয়নের ভিডাব্লিউবি কার্ডের জন্য ৩১২ জন আবেদন করলেও ২০২ জনকে তালিকাভুক্ত করে চাল বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী জানান, তিনি সময়মতো লিখিত নির্দেশনা পাঠিয়েছিলেন। কেন তা মানা হয়নি তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *