মো: আরিফুর রহমান অরি, (মানিকগঞ্জ) : টাইফয়েড জ্বর প্রতিরোধে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে টিকা প্রদান করবে সরকার। আগামী ১২ অক্টোবর থেকে সরকারের ইপিআই (Expanded Programme on Immunization) কর্মসূচির আওতায় দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে, শিশু-কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় সাংবাদিকদের অংশগ্রহণে “Typhoid Vaccination” বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ডা. প্রমিতা সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা জানান, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ২০১৯ সালে বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করে। এদের অধিকাংশই দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকার বাসিন্দা।

বিশ্বের উন্নত দেশগুলোতে এই রোগের প্রকোপ অনেক কমে এলেও, বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে টাইফয়েড এখনো বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। The Global Burden of Disease এর তথ্য অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ৮ হাজার মানুষ মারা যায়, যার ৬৮ শতাংশই শিশু।
বিশেষজ্ঞরা জানান, ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি, নিম্ন আয়ের জনগোষ্ঠী, অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর স্যানিটেশনের অভাব রয়েছে এমন জনগোষ্ঠী টাইফয়েডে বেশি ঝুঁকিপূর্ণ।
টাইফয়েড জ্বরের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে — দীর্ঘস্থায়ী উচ্চ জ্বর (১০৩-১০৪°F), ক্লান্তি, মাথাব্যথা, ক্ষুধামন্দা, কাশি, শরীর ব্যথা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, এবং কিছু ক্ষেত্রে শরীরে লালচে দানা (র্যাশ) দেখা দেওয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা টাইফয়েড প্রতিরোধে টিকাকে নিরাপদ ও কার্যকর হিসেবে স্বীকৃতি দিয়েছে। সরকারের উদ্যোগে ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
সরকার সকল অভিভাবক ও শিক্ষার্থীকে আহ্বান জানিয়েছে— কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে।