আঃ খালেক মন্ডল, (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারী চালিত চোরাই ইজিবাক সহ আটক লিখন ও খালেক নামে দুই জনকে চুরির ঘটনায় জড়িত থাকায় বগুড়া সদর থানার মামলায় জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত সোমবার সকালে বগুড়া সদর থানার গকুল এলাকায় ইজিবাইক চালক আব্দুল লতিফ রাস্তার পাশে ইজিবাইক রেখে বাথরুমে গেলে অজ্ঞাত চোরেরা এই সুযোগে ইজি বাইক চুরি করে নিয়ে যায়, পরে রেখে যাওয়া স্থানে ইজিবাইক না পেয়ে হৈ চিল্লা,শুরু করে,খোঁজাখঁজি করতে থাকে, এরি এক পর্যায়ে ওই দিন সন্ধায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের বগুড়া-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় খোঁজা খুঁজির এক পর্যায়ে চোরাই ইজি বাইকসহ স্থানীয় জনতার সহায়তায় চুরির ঘটনায় জড়িত লিখনও খালেক নামে দুই জনকে আটক করে থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানার এস,আই হারুনর রশিদ সঙ্গী পুলিশ ফোর্স থাকে আটক করে থানায় আনে। পরে ঘটনাস্থল বগুড়া এলাকায় হওয়ায়,বাদী বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার বিকালে, মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া থানার এস আই মেহেদী হাসান তাকে গোবিন্দগঞ্জ থানা থেকে বগুড়ায় বিজ্ঞ আদালতে মাধ্যমে আজ বুধবার সকালে জেল হাজতে প্রেরন করে।
আটককৃত লিখন ও খালেকের কোমরপুর এলাকায় পুরাতন ইজিবাইক বিক্রির শো- রুম রয়েছে। তারা চোরাই ইজিবাইক বিক্রির উদ্দেশ্যে কোমরপুরের দিকে নিয়ে যাওয়ার পথেই আটক হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
