যানজটে আটকা পড়লো উপদেষ্টা চড়লেন মোটরসাইকেলে

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মো : হাবিবুর রহমান  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে যানজটে আটকা পড়া সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়ীত্ব প্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান অবশেষে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছান।


বিজ্ঞাপন

এর আগে বুধবার সকাল পৌনে ১১টায় তিনি আশুগঞ্জ থেকে রওনা দেন। বেলা ১টায় এ প্রতিবেদন লেখার সময় তিনি ৮-১০টি মোটরসাইকেলের বহর নিয়ে তিনি বিশ্বরোড এসে নামেন।

তিনি বাহাদুরপুর থেকে মোটরসাইকেলে উঠেন। এর আগে সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন।


বিজ্ঞাপন

সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন।


বিজ্ঞাপন

সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যখন যানবাহন এক ইঞ্চিও নড়ছিল না, তখন সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে যাত্রা করার। মাথায় হেলমেট পরে উপদেষ্টা যখন মোটরসাইকেলে চড়ে বসলেন, তখন উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের ঢেউ দেখা যায়। এ সময় যানজটে আটকে থাকা অনেকে মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার কাজ চলছে।এ প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া কাজের অংশ পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আসার খবরে গত রোববার থেকে সড়কের খানাখন্দের ভরাট শুরু করা হয়।

এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ফলে গত তিন দিন ধরে তীব্র যানজট ছিল মহাসড়কে। সেই যানজটে আটকে পড়েন খোদ উপদেষ্টা নিজেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *