নিজস্ব প্রতিনিধি (সিলেট) ; আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছেন খুরশিদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা উত্তর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার আদালতে মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার সময় হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে সিএনজি অটোরিকশায় করে অপহরণ করা হয় বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
অপহৃত খুরশিদ আলীর ভাতিজা আদিল জানান, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার সময় হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। ওই সময় তিনি (আদিল) ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অপহৃতের পরিবারের সদস্যরা জানান, “আমরা প্রশাসনের কাছে দ্রুত খোঁজ পাওয়ার দাবি জানাই। তাকে যেন দ্রুত উদ্ধার করা হয়—এটাই আমাদের আকুতি।”

এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।”