ধর্ম প্রতিমন্ত্রী আর নেই, আক্রান্ত ছিলেন করোনায়

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ আর নেই। রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন তিনি। শনিবার দিনগত রাত ১২টার দিকে তার একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

ক্ষমতাসীন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, কয়েকদিন ধরেই উনি অসুস্থ ছিলেন। শনিবার রাতে ওনার হার্ট অ্যাটাক করে। রাত ১১টার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দ্বিতীয়বার তার হার্ট অ্যাটাক করে। এর পরপরই তিনি রাত সাড়ে ১১টার দিকে মারা যান।


বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী : সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।


বিজ্ঞাপন

তিনি বলেনে, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। রোববার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে। এসময় মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে এবংসেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

তিনি জানান, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ আব্দুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে তাকে সিএমএইচে নেয়া হয় এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।