নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সদস্যদের হত্যাকান্ডের ঘটনায় সরাসরি জড়িত ছিলো জিয়াউর রহমান। রোববার বিকেলে শোক দিবসে উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজিত স্মরণসভার সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নীতি-আদর্শ নস্যাৎ করতে চেয়েছিল ঘাতকেরা। খুনের সাথে জড়িত ছিল বলেই বঙ্গবন্ধু হত্যাকা-ের পর গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান টমাস উইলিয়ামকে বাংলাদেশে আসার ভিসা দেয়নি জিয়াউর রহমান।
বঙ্গবন্ধু কন্যা অভিযোগ করেন- জিয়াউর রহমান খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে শুধু পৃষ্ঠপোষকতায় করেননি, ইনডেমনিটি বিল জারি করে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের পথ বন্ধ করেছিলেন। জিয়া মুক্তিযাদ্ধা, তবে তার সাথে পাকিস্তানের যোগাযোগ ছিলো।