নিজস্ব প্রতিবেদক : ২০০৫ সালের সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এতে বিএনপির দায় ও সম্পৃক্ততা রয়েছে। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ মাহবুব উল আলম হানিফ।
সোমবার সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় হানিফ বলেন, ২০০৫ সালের সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এতে বিএনপির দায় ও সম্পৃক্ততা রয়েছে। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তাদের ভূমিকাই প্রমাণ করে, বিএনপি একটি উগ্র মৌলবাদী জঙ্গি দল। তারা দেশ ও জনগণের কাজে আসতে পারে না।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তদের রাজনৈতিক, সামাজিকভাবে কোণঠাসা করতে হবে।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পুনঃতদন্ত করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মুখোশ উন্মোচন করতে হবে। একাত্তর ও পঁচাত্তরে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে যে সব কথা বলা হয়, তার কোনো তথ্য ঠিক নয়। সঠিক তথ্য তুলে ধরতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।