আগস্টের সব ঘটনার মাস্টার মাইন্ড বিএনপি: ওবায়দুল কাদের

রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠী এখনো দেশে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা আছেন, ততক্ষণ দেশ সমৃদ্ধির ধারায় এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এখনো হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়। তবে যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা জীবিত আছেন, ততক্ষণ দেশ আগামীর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেই অদম্য গতিতে।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট, ১৭ আগস্ট বা ২১ আগস্টের ঘটনা সবই একই সূত্রে গাথা। এসব হত্যাকা-ের ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড বিএনপি।
এ সময় ওবায়দুল কাদের সম্মিলিত প্রয়াসে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।


বিজ্ঞাপন