বাগেরহাটে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি মাছ চাষ বিষয়ক মতবিনিময় সভা

জাতীয় সারাদেশ

নইন আবু নাঈমঃ বাগেরহাটে চাষীদের নিয়ে “ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি মাছ চাষ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রে মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মাদ বখতিয়ার।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গবেষনা ইনস্টিটিউটের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রামের পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ। বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অর্ধশতাধিক চিংড়ি চাষী অংশগ্রহন করেন।


বিজ্ঞাপন

এসময় চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামসহ গবেষনা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি মাছ চাষের গুরুত্বসহ বিভিন্ন ধরনের সুবিধার কথা তুলে ধরেন।