নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম নিরালস ভাবে গরীব অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। জন সেবায় তিনি বিছালী ইউনিয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রদানে সুষ্ঠ ও সুন্দর ভাবে বন্ঠন করেছন। করোনা মহামারী পরিস্থিতিতে তার সেবার মহিমা এলাকায় ব্যপক ভাবে প্রশংসিত হয়েছে। চেয়ারম্যান গরিব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নিয়েছেন। অসহায় পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছেন। অনেক ভ্যান চালক রিকশা চালকদের গোপনে নগত অর্থ সহায়তা করেছেন। তার কাছে গিয়ে খালি হাতে কোন গরীব অসহায় মানুষ ফিরে আসেনি। চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি বিছালী ইউনিয়নের অনেক উন্নয়ন মুলক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন । ব্যপক উন্নয়ন ও জনসেবা মহান দৃষ্টান্ত স্থাপন করায় সম্প্রতি সময়ে তিনি ব্যপক জনপ্রিয় হয়ে উঠেছে । ইউনিয়নের বিভিন্ন গ্রাম তার জন সেবা মুলক কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেছেন এলাকর সচেতন মহল। বিশেষ করে হিন্দু সংখ্যালঘু দের বিভিন্ন সুযোগ সুবিধা ও নিরাপত্তায় তার ভুমিকা অপরিসীম। চেয়ারম্যানের জন্যই অনেক হিন্দু পরিবার শান্তিতে এলাকায় বসবাস করছন। হিন্দু পাড়ায় দেবতা রুপে এসেছেন বলে জানিয়েছেন অনেক হিন্দু পরিবার।
এ বিষয়ে বিছালী ইউনিয়ন চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম জানান, চেয়ারম্যান হয়েছি। যতটুকু ও পারি মানুষের পাশে থাকার চেষ্টা করছি।