বাফেট রেঁস্তোরাকে ১ লাখ টাকা জরিমানা

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে ঢাকা মহানগরের ধানমন্ডি- ২ রোড সংলগ্ন এলাকায় অবস্হিত “Buffet Stories” রেঁস্তোরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রান্নাঘর পরিদর্শন করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেফটি কার্যক্রম জোরদারকল্পে জরুরি ভিত্তিতে অধিকতর ব্যবস্হা গ্রহণের নির্দেশ দেয়া হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হালনাগাদ লাইসেন্স, কর্মচারীদের স্বাস্হ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমানক কপি,আবশ্যকীয় ক্রয়-বিক্রয় চালান কপিসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩এর বিধান লঙ্ঘনের নিমিত্ত ১,০০,০০০ টাকা জরিমানা ও আদায় করা হয়।করোনাকালীন স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান, ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন