নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন -(বিপিডিএ) এর ৬৮ হাজার গ্রাম বাংলার পল্লী চিকিৎসক দের আইকন, আপনার আমার চেনা মুখ, আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তি, ঢাকা জেলার গর্ব, সকলের নয়ন মণি, সকল পল্লী চিকিৎসক দের প্রাণের স্পন্দন সংগ্রামী বিপিডিএ,র কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব বিপিডিএ ডাঃ মোঃ রাকিবুল ইসলাম তুহিন। যার অক্লান্ত পরিশ্রমে বিপিডিএ আজ সারা বাংলাদেশে সাফল্যের এক ধাপ এগিয়ে,,,,,,,
সকল পল্লী চিকিৎসক দের প্রাণ প্রিয় সংগঠন বিপিডিএ। বিপিডিএ একটি পেশাজীবি সংগঠন।
বিপিডিএ দুর্নীতি করে না,,,
বিপিডিএ দুর্নীতি কে আশ্রয় দেয় না। বিপিডিএ থেমে নেই,,,,,
বিপিডিএ রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে,,,,