বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে সোমবার ঢাকা মহানগরীরর শ্যামলী এলাকার মেসার্স আলীবাবা সুইটস এর শন পাঁপড়ী পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং টাঙ্গাইল জেলার করটিয়া এলাকার মেসার্স আনোয়ার ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ ও ৬০ মিলিলিটার করে কম প্রদান করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এর নেতৃত্বে ও ঊর্ধ্বতন পরীক্ষক মো: রাকিবুল আলম, পরিদর্শক মো: বিল্লাল হোসেন ও মো: নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন এবং অপর সার্ভিল্যান্স অভিযানে তেল বিপণন প্রতিষ্ঠানের সাথে পরিদর্শক মো: ইনজামামুল হক অংশ গ্রহণ করেন।


বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে মঙ্গলবার ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে নন মেট্রিক গজকাঠির ব্যবহার করায় মেসার্স বেলমন্ট ফেব্রিক্স-কে ২০ হাজার টাকা, মেসার্স রেমন্ড ফেব্রিক্স এন্ড টেইলার্স-কে ৫০ হাজার টাকা ও মেসার্স ইনভেন্ট টেইলার্স এন্ড ফেব্রিক্স-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন