ভোক্তা-অধিকার সংরক্ষণের অভিযান

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় রসুলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

১টি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। দেখা যায় জিলাপি তে নন ফুড গ্রেড কালার মিশানো হচ্ছে এবং উন্মুক্ত ভাবে জিলাপি বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানটি কে জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন মুন্সীগঞ্জ আনসার এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের লক্ষ্যে একটি মতবিনিময় সভা ও গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী বৃন্দ অংশ গ্রহণ করেন।
গণশুনানিতে আইনের বিভিন্ন ধারা ও অভিযোগ দায়ের সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষনার্থিদের মধ্যে আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে আইনের প্রচার সংক্রান্ত কার্য সমূহ চলমান থাকবে।