ইন্টারনেটের গতি ধীর থাকবে ২০ এপ্রিল থেকে ১ মে

এইমাত্র জাতীয়

ক্সবাজারের সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনে রিপিটার প্রতিস্থাপন ও সংস্কার কাজ চলবে আগামী ২০ এপ্রিল থেকে ১ মে। এ সময় সারাদেশে ইন্টারনেটের সেবা ব্যাহত হবে এবং ইন্টারনেটে গাতি কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।


বিজ্ঞাপন

বুধবার বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে সার্কিটগুলো ২০ এপ্রিল থেকে থেকে ১ মে বন্ধ থাকবে। এ সময়টায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আইটিসি অপারেটরগুলোর সার্কিটগুলো সীমিতভাবে চালু রাখা হবে। একটি সাবমেরিন ক্যাবল ব্যবহার করে ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখা সম্ভব হবে না।


বিজ্ঞাপন

এরইমধ্যে সংশ্লিষ্ট আইজিডব্লিউ এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটে সাময়িক অসুবিধা হতে পারে,গ্রাহকদের কাছে এ জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *