সৌদি আরবে মাসিক ৫০০ সৌদি রিয়াল বা প্রায় ১০ হাজার টাকার কম বেতনে ২৫ লাখের বেশি বিদেশি নাগরিক কাজ করেন। অন্যদিকে ৫০০ সৌদি রিয়াল থেকে ১ হাজার সৌদি রিয়াল বা ২০ হাজার টাকা পর্যন্ত বেতন পান- এমন বিদেশি রয়েছে প্রায় ৩০ লাখ। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার বিদেশি গড়ে ১ হাজার সৌদি রিয়াল বেতন নিয়ে কাজ করেন
এতে আরও বলা হয়েছে, সৌদি আরবের জেনারেল অর্গানাইজেশন ফর সোস্যাল ইন্স্যুরেন্সের ৩৪ হাজার ৩৫১ জন সৌদি নাগরিক নিজেদের নাম নিবন্ধন করেছেন; যাদের মাসিক আয় ২ হাজার সৌদি রিয়াল বা ৪০ হাজার টাকার কম। এছাড়া ১ লাখ ১১ হাজার ৬৯৪ জন সৌদি নাগরিকের মাসিক আয় আড়াই হাজার সৌদি রিয়ালের কম এবং অপর ১৬ হাজার ৭৭৯ জন সৌদি নাগরিকের মাসিক আয় ৩ হাজার সৌদি রিয়াল বা ৬০ হাজার টাকার কম বলে ওই বিমা প্রতিষ্ঠানের নিবন্ধন ফর্মে উল্লেখ করা হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২ লাখ ৫০ হাজারের বেশি সৌদি নাগরিকের মাসিক আয় ১০ হাজার সৌদি রিয়াল বা ২ লাখ টাকার বেশি। এছাড়া সৌদি আরবে কর্মরত প্রায় ২ লাখ ৩০ হাজার বিদেশি নাগরিকের মাসিক আয় ১০ হাজার সৌদি রিয়াল বা ২ লাখ টাকা। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে