বাচ্চা ছেলেটার নাম আদৌ জানা যায়নি

জাতীয়

 

নিজস্ব প্রতিনিধি : ১৯৬৯ সালের এই বাচ্চা ছেলেটার নাম আদৌ জানা যায়নি। তখন ১৯৬৯ সাল ঢাকায় প্রতিটি রাজপথে মিছিল চলছে। হঠাৎ এই ছোট্ট নাবালক শিশু মিছিলের সামনে চলে আসে, ওকে সামনে রেখেই মিছিল এগোতে থাকে। এক সাংবাদিক এই ছবিটা তোলার পর ২য় ছবি তোলার জন্য রিল টানতে গিয়ে হঠাৎ বিকট গুলির শব্দ হয় তারপর তাকিয়ে দেখে ছেলেটার বুক ঝাঁঝরা করে দিয়েছে পাকিস্তানি মিলিটারিরা। বাচ্চা ছেলেটার ২য় ছবি আর তোলা হয়নি ‘৩০ লক্ষ’ শহীদের মধ্যে একটি মাত্র ‘গল্প’ এইটি। বিজয়মাসে এদেরকে স্বরণ করি।


বিজ্ঞাপন